
| মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 30 বার পঠিত
অর্থবিজ ডেস্ক :
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে গ্রুপ জীবন বীমা সুবিধা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে ২৩ মার্চ এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড.এ.বি.এম বদরুজ্জামানের উপস্থিতিতে ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু এফসিএমএ, এফসিএস ও বুয়েটের কম্পট্রোলার অধ্যাপক ড. প্রান কানাই সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় বুয়েটের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিগণ এখন থেকে ডেল্টা লাইফের গ্রুপ জীবন বীমা সুবিধা পাবেন।
মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর মহোদয়কে একটি শুভেচ্ছা স্বারক ক্রেস্ট প্রদান ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডেল্টা লাইফের সিএফও মিলটন বেপারী এফসিএ, গ্রুপ ও স্বাস্থ্য বীমা বিভাগ প্রধান ও ইভিপি রাজীব কান্তি সাহা, ভিপি মো. নাজিমুল হক ও এসভিপি (জনসংযোগ) নাসের মারুফুল হাসান এবং বুয়েটের ডেপুটি কম্পট্রোলার মো. মনিরুল ইসলাম ও ডেপুটি ডাইরেক্টর মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
Posted ১২:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
Arthobiz | zaman zaman